Monday, September 21, 2020

What is skateboard?

 


What is Skateboard? 

A flat, narrow board with two small wheels under each end, which a person can ride in a standing or crouching position, propelling themselves by occasionally pushing one foot against the ground.

Size:
Modern decks vary in size, but most are 7 to 10.5 inches (18 to 27 cm) wide. Wider decks can be used for greater stability when skateboarding. The length of the skateboard is measured from the tip of the nose to the tip of the tail. Average board length is 28″- 32″ but length is only referred to by advanced skaters.

Types of Skateboard 

There are many different shapes, and sizes of skateboards, and it can all get a bit confusing. Here are the main skateboard types.

1. LONGBOARD SKATEBOARDS

    a) Pintail 
    b) Twin Tip
    c) Cruiser Longboard

2. CRUISER SKATEBOARDS
3. MINI CRUISER SKATEBOARDS
4.  CARVE SKATEBOARDS
5.  DOUBLE KICK SKATEBOARDS


If you want to know more about, you can visit RIDING GUIDE

Monday, October 28, 2019

Ishwar | ঈশ্বর | ViKiNGS free mp3 download

Ishwar | ঈশ্বর | ViKiNGS

CLICK HERE TO DOWNLOAD FREE MP3



যদি হুট করে একা হওয়া যেতো
আকাশের মতো
আমি চুপ করে চোখে জল নিতাম
ইচ্ছে যতো

আমি এখনও ভুলের ঘোরে খুঁজি
চেনা পথের বাঁক

যদি ভুল করে ফের শোনা হতো
প্রিয় সে ডাক
আমি দেখতে চাইনি তাকে শেষবার, অনড়
আমি মানতে চাইনি তাকে নিথর


ঈশ্বর ! তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই
ঈশ্বর ! আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
"বিদায়"


কত গল্পরা চোখে জেগে থাকে
শহর শহরে
যত চাওয়া না চাওয়ায় আস্কারা
হিসেবের ভীড়ে
আজও মন বলে সেই হাত কাঁধে
ছায়ায় জড়িয়ে
আর শাসনে বারনে তার কথা
সময় সময়ে
আজও উৎসবে কোলাহলে
খুঁজে যাই চেনা স্বর
আমি মানতে চাইনি তাকে - নিথর


ঈশ্বর ! তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই
ঈশ্বর ! আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহাকারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
"তুমি ক্ষমা করে দিও আমায়" ...

Saturday, December 29, 2018

অপেক্ষা-১ ViKiNGS ft. RunOut 2014

অপেক্ষা-১  ViKiNGS ft. RunOut 2014

অপেক্ষা-১
ViKiNGS ft. RunOut
CLICK HERE to download this song

...


 একমুঠো চাঁদের অপেক্ষাতে 
কালো ঘরের চারপাশ 
 কিছু আকাশ প্রহরী হয়ে আসে 
 জানালাতে বারবার 
দরজাতে হিমেল বাতাস যেন 
কড়া নেড়ে যাচ্ছে 
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায় 
এই জোছনা আসছে 
আমার ঘরের সব ঘন-কালো 
 যেন আঁধারী ভুবন 
ঘরের ভেতর ঘর তুলে রেখে 
আজ বন্ধ এই মন 
ও হো!!!! ও হো!!!! 
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে... 
ও হো!!!! ও হো!!!! 
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে... 

 কালো চাদর 
 জড়িয়ে শুয়ে থাকে
 চাওয়া পাওয়ার তন্ময় 
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায় 
যতো স্মৃতি সম্বল 
কিছু আশা কবিতা বইয়ের পাতায় 
 কেঁদে কেঁদে যাচ্ছে 
তবু সময় সান্ত্বনা দিয়ে যায় 
এই জোছনা আসছে 
এদিক সেদিক সব এলোমেলো 
 যেন আঁধারী ভুবন 
ঘরের ভেতর ঘর তুলে রেখে 
 আজ বন্ধ এই মন 
ও হো!!!! ও হো!!!! 
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে... 
 ও হো!!!! ও হো!!!! 
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে...